প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ডাকসু নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেন বিএনপি নেতা সালাউদ্দিন বাবু

মোঃ রুবেল হোসেন সাভার ঢাকা :

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন শতভাগ সুষ্ঠু হয়েছে—এ কথা বলার মতো সময় এখনো হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।
তিনি অভিযোগ করে বলেন, “শিবিরের অনেক নেতাকর্মী একসময় ছাত্রলীগের ছত্রছায়ায় ছিল। তাই ছাত্রলীগের সঙ্গে এ নির্বাচনে শিবিরের একটি আন্ডারস্ট্যান্ডিং হয়েছে।”
বুধবার দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাভার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজসহ বিভিন্ন স্থানে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
ডা. সালাউদ্দিন বাবু আরও বলেন, “দলীয় ভোট বেশি সংগঠনে নেই। ছাত্রদলে যেমন নেই, ছাত্রলীগ ও শিবিরে আছে। তাই দুই সংগঠন একত্রে নির্বাচন করলে অন্যদের জয়ী হওয়া কঠিন। অনেক অভিযোগ উঠেছে যে এ নির্বাচনে অন্যায়ভাবে ভোট দেওয়া হয়েছে। ফলে নির্বাচনটি সত্যিই সুষ্ঠু হয়েছে কিনা তা দেখা প্রয়োজন।”
এসময় উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন