
ফারুক হোসাইন, নিজস্ব প্রতিনিধি
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার জাগরণী চন্দ্রপুর ফেডারেশনের সভাপতি ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহীনের বিরুদ্ধে সরকারি রাস্তার গাছ কর্তণ ও বিক্রি করার অভিযোগ করেছেন এলাকাবাসী। মঙ্গলবার ৯ ই সেপ্টেম্বর ২০২৫ বিকেল ৫ টার সময় তিনটি কাঠাল গাছ ও একটি মেহেগুনী গাছের গোলাই এলাকাবাসী আটক করে চন্দ্রপুর ইউনিয়ন পরিষদে জমা দেন। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ, কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গুচ্ছগ্রাম আবাসন প্রকল্প সংলগ্ন এলাকার সরকারি রাস্তার একটি কাঁঠাল গাছ ও ৩টি মেহগনি গাছ কেটে বিক্রির সময় তা আটকিয়ে দেন তারা। পরে গাছের গোলাইগুলো চন্দ্রপুর ইউনিয়ন পরিষদে জমা রাখা হয়েছে। গাছগুলো জেলা পরিষদ যথাযথ প্রক্রিয়ায় নিলামের মাধ্যমে কর্তণের জন্য নির্দেশ দিয়েছে কিনা, এ বিষয়ে কোনো কাগজপত্র দেখাতে পারেনি অভিযুক্তরা। এ বিষয়ে জাগরণ চন্দ্রপুর ফেডারেশনের সভাপতি ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহীন বলেন, রাস্তার গাছটি যখন হাসান আলীর দোকানের উপরে হেলে থাকে, তখন দুর্ঘটনা ঘটতে পারে এই আশঙ্কায় থাকায় সে গাছটি কাটার আবেদন করে। আবেদনটি আমার কাছে রক্ষিত আছে। সেই ব্যক্তি গাছটি কাটার পরে আমাকে মোবাইল ফোনে জানালে আমি তাকে তা ফেডারেশনে পাঠিয়ে দিতে বলি, এর মধ্যে চাপারহাট বটতলা থেকে কয়েকজন লোকসহ একজন চৌকিদার এসে বলে চেয়ারম্যান পাঠাইছে, আমার সাথে কথা কাটাকাটি ও জুলুমসহ খারাপ ব্যবহার করে, অনেক চেষ্টার পরেও তা ফেডারেশনে নিতে পারিনি। পরে তারা ইউনিয়ন পরিষদের ভ্যান দিয়ে পরিষদ মাঠে নিয়ে রেখেছেন। সেই হাসান আলীর বক্তব্য নেওয়ার সময় বলে কাঠাল গাছের সাথে একটি মেহেগুনি গাছ ও ফেডারেশন এর চেয়ারম্যান নিয়ে যায়।
এ বিষয়ে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রশাসক জনাব মো: ফিরোজ হোসেন বলেন, আমি টোটালি বিষয়টি অবগত নই,তাছারা রাস্তার গাছ কোনো ফেডারেশন চাইলেই কাটতে পারবেনা,এটার অনেক নিয়ম আছে,আমরা শুনলাম, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো…তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।