
চয়ন কুমার রায়
লালমনিরহাট জেলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদি দল-বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে লালমনিরহাট রেলওয়ে শহীদ সোহরাওয়ার্দী মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লায়লা হাবিব, যুগ্ম-সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, এবিএম ফারুক সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন,আব্দুস সালাম।
বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এ সময়ে উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, খেলাধুলা শুধুমাত্র বিনোদন বা শরীরচর্চার মাধ্যম নয়, বরং এটি তরুণ সমাজকে মাদক, অপরাধসহ সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে কার্যকরী ভূমিকা রাখে।
বিএনপি বিশ্বাস করে যে, ক্রীড়াঙ্গনের বিকাশের মাধ্যমেই একটি সুস্থ, সৃজনশীল ও সুন্দর সমাজ গঠন সম্ভব। তিনি বলেন, দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এ টুর্ণামেন্ট তরুণদের সম্পৃক্ততার মাধ্যমে ক্রীড়া সংস্কৃতিকে সমৃদ্ধ করবে এবং রাজনৈতিক-সামাজিক অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে বলে বিশ্বাস করি।
উল্লেখ্য, লালমনিরহাট জেলার বিভিন্ন দলের অংশগ্রহণে ধাপে ধাপে এ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। ফাইনাল খেলায় পাটগ্রাম পৌর বিএনপি বনাম পাটগ্রাম উপজেলা বিএনপি মুখোমুখি হয়।
খেলায় পাটগ্রাম উপজেলাকে হারিয়ে, পাটগ্রাম পৌর বিএনপি ২-১ গোলে জয়লাভ করে। ফাইনাল খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।