প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

লালমনিরহাট এ বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

চয়ন কুমার রায়

লালমনিরহাট জেলা প্রতিনিধি

 

বাংলাদেশ জাতীয়তাবাদি দল-বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে লালমনিরহাট রেলওয়ে শহীদ সোহরাওয়ার্দী মাঠে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
‎
‎

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
‎
‎

বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লায়লা হাবিব, যুগ্ম-সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, এবিএম ফারুক সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন,আব্দুস সালাম।
‎
‎

বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এ সময়ে উপস্থিত ছিলেন।

 

‎টুর্নামেন্টের প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, খেলাধুলা শুধুমাত্র বিনোদন বা শরীরচর্চার মাধ্যম নয়, বরং এটি তরুণ সমাজকে মাদক, অপরাধসহ সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে কার্যকরী ভূমিকা রাখে।

‎
‎

বিএনপি বিশ্বাস করে যে, ক্রীড়াঙ্গনের বিকাশের মাধ্যমেই একটি সুস্থ, সৃজনশীল ও সুন্দর সমাজ গঠন সম্ভব। তিনি বলেন, দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এ টুর্ণামেন্ট তরুণদের সম্পৃক্ততার মাধ্যমে ক্রীড়া সংস্কৃতিকে সমৃদ্ধ করবে এবং রাজনৈতিক-সামাজিক অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে বলে বিশ্বাস করি।
‎
‎

উল্লেখ্য, লালমনিরহাট জেলার বিভিন্ন দলের অংশগ্রহণে ধাপে ধাপে এ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। ফাইনাল খেলায় পাটগ্রাম পৌর বিএনপি বনাম পাটগ্রাম উপজেলা বিএনপি মুখোমুখি হয়।
‎
‎

খেলায় পাটগ্রাম উপজেলাকে হারিয়ে, পাটগ্রাম পৌর বিএনপি ২-১ গোলে জয়লাভ করে। ফাইনাল খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন