প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ধর্মনগরে মাদক বিরোধী অভিযান

ত্রিপুরার ধর্মনগরে ঠিক দুর্গা পূজা র আগে মাদক বিরোধী অভিযানে অংশ নেন। সাথে সাথে বিপুল পরিমাণ মাদক দ্রব্য ও চোলাই মদ এবং গাজা নস্ট করে ত্রিপুরা রাজ্যের পুলিশ। বর্তমানে বহু যায়গায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছিল মাদক দ্রব্য দোকান ও ঠেক। বিভিন্ন যায়গায় থেকে বহু সংখ্যক মানুষের অভিযোগ আসছিল পুলিশের কাছে। এবং মাদক দ্রব্য বিরোধী অভিযোগ তুলে বিভিন্ন এন জি ও রাস্তায় নেমে আন্দোলন শুরু করে। নড়েচড়ে বসে পুলিশ প্রশাসনিক কর্মকর্তারা। আজ খুব সকাল থেকে ধর্মনগর পুলিশ অভিযানে অংশ নেন। এবং বহু সংখ্যক মাদক দ্রব্য নস্ট করে দেয় পুলিশ। এই কাজে সাহায্য করতে এগিয়ে আসে সাধারণ মানুষ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন