প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

রাজাশনে হোন্ডা ও ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

ফয়সাল,সাভার প্রতিনিধি:  ৯/৯/২০২৫ ইং রোজ মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় রাজাশনে যুব সমাজের উদ্যোগে হোন্ডা ও ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটির সার্ভিক তত্ত্বাবধানে ছিলেন সাভার পৌর ছাত্রদলের সাবেক সহসভাপতি ও কাউন্সিলর প্রার্থী রাশেদুল ইসলাম রাসেল

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব রাজাসন সমাজ কল্যাণ সমিতির সভাপতি মি পরেশ পিটার কস্তা এসময় তিনি বলেন যুবসমাজের এই ক্রীড়া অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।

উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ভিশন গ্রুপের জি এম জনাব শহিদুর রহমান,

সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সহসভাপতি জনাব হাজী মো: রফিকুল ইসলাম, তিনি বলেন যুবসমাজের সাথে আমি সবসময় আছি। যুবসমাজের পাশে সবসময় থাকার অঙ্গিকার করেন তিনি।

এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপি নেতা ও ৮ নং ওয়ার্ড এর কাউন্সিলর প্রার্থী হাজী আব্দুর রহিম পালোয়ান

ইভা ইলেকট্রনিক্স এর সৌজন্যে অনুষ্ঠানটি আয়োজন করা হয়

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন