
নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার সাঘাটা উপজেলায় মৎস্য দপ্তরের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়েছে।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, কামালেরপাড়া ইউনিয়নের সিলমানের পাড়া প্লাবনভূমি ও ঘুড়িদহ ইউনিয়নের তেনাছেড়া বিলে সোমবার বিকেলে অভিযান চালানো হয়। এ সময় ২২টি চায়না দুয়ারি জাল ও ৫টি কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) জনাব মোঃ মিজানুর রহমান।
স্থানীয়রা জানান, এসব অবৈধ জালের ব্যবহার বন্ধ হলে মাছের বংশবিস্তার রক্ষা পাবে এবং জেলেদের জীবিকা নির্বাহ সহজ হবে।