প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমানের ইন্তেকাল, জেলা বিএনপির শোক প্রকাশ

 চয়ন কুমার রায় ,লালমনিরহাট জেলা প্রতিনিধি: বীর মুক্তিযোদ্ধা মোঃ হাফিজুর রহমান (৭২) সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৩ টায় রংপুর ডক্টরস ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি এবং জেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অধ্যক্ষ আশাদুল হাবিব দুলু সাংগঠনিক সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি এবং সভাপতি, লালমনিরহাট জেলা বিএনপি।মৃত্যুকালে তিনি ১স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও বহুগুনগ্রাহী রেখে যান। বীরমুক্তিযোদ্ধা হাফিজুর রহমান ১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে বীরত্বের সাথে বিভিন্ন রনাঙ্গনে সক্রিয় যুদ্ধে অংশগ্রহণ করেছেন বলে জানা গেছে। ২৭ এপ্রিল তিনি লালমনিরহাটের নিজ বাড়িতে ব্রেন স্ট্রোক জনিত কারনে অসুস্থ হলে প্রথমে তাকে রংপুর ডক্টরস ক্লিনিকে ভর্তি করা হয়, পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয় এবং শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে রংপুরে নিয়ে আসা হয় । পরবর্তীতে তিনি আবারো অসুস্থ হলে রংপুর ডক্টরস ক্লিনিকে তাকে চিকিৎসার জন্য নেয়া হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি রাত ৩ টায় সেখানে মৃত্যুবরণ করেন। বাদ যোহর গ্রামের বাড়ি ফুলগাছে এবং ২য় জানাযা ন বাদ আসর লালমনিরহাট কেন্দ্রীয় ঈদগা মাঠে ( বিডি আর হাট) অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে লালমনিরহাট কেন্দ্রীয় কবর স্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।এ সময় জেলা বিএনপির নেতাকর্মীরা এবং স্থানীয় ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা ও আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন