প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নাম পরিচয়হীন ব্যাক্তি নিহত

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন পৌরসভাস্থ ০৯ নম্বর ওয়ার্ডের জগদল গ্রামস্থ ঠাকুরগাঁও টু দিনাজপুরগামী হাইওয়ে মহাসড়কে দুর্ঘটনায় অজ্ঞাত নাম পরিচয়হীন এক ব্যাক্তি নিহত নিহত হয়। গত০৭/০৯/২৫ খ্রিষ্টাব্দ রাত অনুমান ৯.১৫ ঘটিকার সময় বর্ণিত স্থানে পঞ্চগড় হইতে দিনাজপুরগামী একটি পাথর বোঝাই ট্রাক, যাহার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ট-২২-২১১৯, এর অজ্ঞাত চালক দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালাইয়া রাস্তায় অজ্ঞাত নাম পরিচয়হীন পুরুষ (৭০) কে চাপা দিলে তার ডান হাত দুমড়ে-মুচরে গুরুতর আঘাত প্রাপ্ত এবং বুকে ও ডান হাটুতে ছেলা জখম হয়। স্থানীয় লোকজন বীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে সংবাদ দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে জখমীকে হাসপাতালে ভর্তি করলে কর্ত্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে তাৎক্ষণিক দশমাইল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শ করেন। ঘাতক ট্রাকটি বীরগঞ্জ থানা পুলিশের সহায়তায় জব্দ করা হয়েছে। লাশ সনাক্তের চেষ্টা অব্যাহত আছে। রাস্তায় যানবাহন চলাচল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে। দশ মাইল হাইওয়ে থানা অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমমানে অজ্ঞাত ব্যক্তির লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা আছে । তবে তার কোন ওয়ারিশ বা অভিভাবক পাওয়া যায়নি। তার কোনো ওয়ারিশ থাকলে দ্রুত হাসাপাতালে যোগাযোগ করার জন্য প্রশাসন ও কর্তৃক অনুরোধ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন