প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

নরসিংদীর শিবপুর পুটিয়ায় উন্নয়ন মূলক কাজের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক

মোঃ কামাল হোসেন প্রধান, জেলা প্রতিনিধি নরসিংদীঃ নরসিংদীর শিবপুর উপজেলা ৩ নং পুটিয়া ইউনিয়ন পরিষদ এর উন্নয়ন মূলক কাজের শুভ উদ্বোধন করেন মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী জেলা প্রশাসক নরসিংদী। অদ্য ৭/৯/২৫ ইং রবিবার বিকেলে উক্ত অনুষ্ঠানে পরিকল্পনায় ছিলেন মোছাঃ ফারজানা ইয়াসমিন উপজেলা নির্বাহী অফিসার শিবপুর। সার্ভিক ব্যবস্থাপনায় মোঃ বিল্লাল হোসেন চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) পুটিয়া ইউনিয়ন পরিষদ । পরিকল্পনাকারী ও পরামর্শ দাতা মোঃ আলতাফ হোসেন প্রশাসনিক কর্মকর্তা পুটিয়া ইউনিয়ন পরিষদ। মোঃ আলীম উদ্দিন ভূমি সহকারী কর্মকর্তা পুটিয়া । মোঃ মজিবুর রহমান প্রধান শিক্ষক ভরতের কান্দি হাজী সমশের আলী উচ্চ বিদ্যালয়, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুটিয়া ইউনিয়ন পরিষদ এর সদস্য মোসাঃ ফাতেমা বেগম, শাহাজাদী সরকার, মালেকা বেগম, মোঃ হান্নান মিয়া, মোঃ মাহবুল মিয়া, মোঃ রুবেল মিয়া, মোঃ এরশাদ মিয়া, আবুল বাশার খান, মোঃ রোমান পাঠান, মোঃ রতন মিয়া, মোঃ আমির হোসেন, আব্দুল জলিল মোল্লা সমাজ সেবক ও সাবেক সদস্য পুটিয়া ইউনিয়ন পরিষদ।,আব্দুর রহিম হিসাব রক্ষক, সালাহউদ্দিন সরকার উদ্যোক্তা। প্রকল্প নং ১ / পুটিয়া ইউনিয়ন পরিষদ মাঠে পাবলিক সেড নির্মাণ। ২/‌পুটিয়া ইউনিয়ন পরিষদ মাঠে নামাজ ঘর নির্মাণ। এছাড়াও পুটিয়া ইউনিয়ন পরিষদ এর আওতাধীন বিভিন্য শিক্ষা প্রতিষ্ঠানে সিলিং ফ্যান ,চেয়ার,বেঞ্চ, এবং শিক্ষার্থীদের মধ্যে রেইনকোট বিতরণ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন