প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মেহেরপুর ও খুলনায় পৃথক যৌথ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ৪

মো লুৎফুর রহমান রাকিব স্টাফ রিপোর্টার

ঢাকা, ৬ সেপ্টেম্বর ২০২৫ (শনিবার): গতরাত আনুমানিক ১ টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেহেরপুর সদর উপজেলায় সেনাবাহিনী নেতৃত্বে একটি যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ মোঃ আকাশ ওরফে শাকিল, রায়হান এবং সজীব নামক তিনজন চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার হয়। অভিযানে ১টি ৭.৬৫ মিঃমিঃ মার্কিন পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩টি ওয়াকি টকি সেট, ১টি ডামি পিস্তল এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়। জানা যায়, এই গ্রুপটি মেহেরপুর জেলার অপরাধ সাম্রাজ্য নিয়ন্ত্রণ করে আসছিল।

অন্যদিকে, একই সময়ে খুলনা শহরের লবনচোরা এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে অপর একটি যৌথ অভিযানে বিস্ফোরক মামলা সহ ৫টি মামলার আসামি, চিহ্নিত সন্ত্রাসী কামরুজ্জামান টুকুকে গ্রেফতার করা হয়। অভিযানে ১টি শটগান, ৯ রাউন্ড শটগানের গোলাবারুদ এবং ১টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত গোলাবারুদ এবং সাউন্ড গ্রেনেড বাংলাদেশ পুলিশের হারানো সরঞ্জামাদি।

সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সেনাবাহিনী দৃঢ় প্রতিজ্ঞ। যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনী নিকট প্রদানের জন্য সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন