প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সিলেট – ২ আসনের বাংলাদেশ কংগ্রেস মনোনিত ডাব প্রতীকে নির্বাচন করতে ঘোষনা

সিলেট প্রতিনিধি : সিলেট জেলার ওসমানীনগর থানার নিজ বুরুঙ্গা গ্রামের বাসিন্দা নিয়ামত আলীর ছেলে সাংবাদিক ও মানবাধিকার কর্মী সিলেটের সরকারী কলেজ ও সিলেটের এমসি কলেজ থেকে ছাত্র রাজনীতি থেকে বেড়ে ওঠা ওসমানীনগর ছাত্র কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে এসেছেন দীর্ঘদিন। সিলেট শহরে বসবাস করার কারনে বিভিন্ন সময় সিলেট শহরের বর্তমান ৩৪ নং ওয়ার্ড পূর্বে খাদিমপাড়া ইউনিয়নের অংশ থাকায় ঐ ইউনিয়ন থেকে নির্বাচন করতে চেয়েছেন অনেকবার কিন্তু তখনই এটি সিটি কর্পোরেশন এর আওতায় আলে আসে। এবার আর তিনি মিস করতে চান না। বাংলাদেশ কংগ্রেস রাজনৈতিক দলের সিলেট মহানগর কমিটির আহবায়কের দায়িত্ব পেয়েই তিনি সিলেটে প্রচার প্রচারনা শুরু করেছেন। বাংলাদেশ কংগ্রেস মনোনিত ডাব প্রতীকে এবার নিজের জন্মস্থান ওসমানীনগর – বিশ্বনাথ থেকে নির্বাচনের ঘোষনা দিয়েছেন মানবিক ব্যক্তিত্ব তোফায়েল আহমদ। বাংলাদেশ কংগ্রেস এর মনোনয়ন নিশ্চিত হওয়ার পরই তিনি তাহার এলাকায় প্রচারণা শুরু করবেন বলে নিশ্চিত করেছেন।ইতিপূর্বে তিনি ঘোষনা দিয়েছেন বাংলাদেশ কংগ্রেস মনোনিত ডাব প্রতীকে নির্বাচন করার সিলেট – ২ আসন থেকে।
সিলেট – ২ আসনে এবার ভোটের হিসাব ভিন্ন, গত নির্বাচনে সূর্য মার্কা নিয়ে গণফোরাম এর মোকাব্বির খান বিপুল ভোটে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হোন। এবার ও ভোটের মাঠে ইলিয়াস আলীর আসন খ্যাত এই আসনটিতে ফাটল ধরেছে, বড় একটি অংশ ইলিয়াস আলীর স্ত্রীর সাথে থাকলে ও আরেকটি অংশ ইতিমধ্যে তারেক রহমানের উপদেষ্টা জনাব হূমায়ুন কবির ও মনোনয়ন চাওয়ায় তাহার বলয় আস্তেআস্তে শক্ত হতে চলেছে। তাই সমীকরণ পরিবর্তন হতে চলছে, যদি হূমায়ুন কবিরকে মনোনয়ন দেওয়া হয় তাহলে ভোট দিবেনা ইলওয়াস বলয়। তাই তারা ভিন্ন মার্কাতে ভোট দিতে আগ্রহী হয়ে উঠবে সাধারণ জনগন। খবর নিয়ে জানা যায় সাংবাদিক ও মানবাধিকার নেতা তোফায়েল আহমদ তাহার এলাকায় ছাত্রজীবন থেকে একজন ভালছাত্র হিসাবে তাহার এলাকায় রয়েছে সুখ্যাতি। ধারনা করা হচ্ছে তাকে মনোনয়ন দিলে ওসমানীনগরের ও বিশ্বনাথের মানুষ ভোটের খেলা দেখালে হয়তো তাের ঘরের সন্তানকে তারা কোলে তুলে নিতে ও পারে। মানবিক ও সামাজিক ব্যক্তিত্ব সম্পন্ন হওয়ায় তাহার এলাকায় সবার পরিচিত কারো ভাতিজা, কারো ভাই আর কারো বন্ধু বান্ধব হিসাবে কোলে তুলে নিলে একটা চমক ও আসতে পারে সিলেট- ২ আসনে। তাই মনোনয়ন পেলে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে মনে করেন তিনি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন