প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ঢাকা-বরিশাল মহাসড়কে ২টি বাসের মুখোমুখি সংঘর্ষ আহত হয়েছেন অন্তত ১৫ জন

মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার : ঢাকা-বরিশাল মহাসড়কে ২টি বাসের মুখোমুখি সংঘর্ষ হয় এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। ০৬/০৯/২০২৫ ইং শনিবার দুপুর ২টার দিকে ডাসার উপজেলার ম্যালকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুপুরে বরিশাল থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে ইমরান পরিবহনের যাত্রীবাহী একটি বাস। মাঝপথে ম্যালকাই এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা ইউনিক পরিবহনের আরেক বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হন অন্তত ১৫ জন।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ফায়ার সার্ভিস। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হলে ২০ মিনিট পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হাইওয়ে পুলিশ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন