প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

আগামীকাল ৭ সেপ্টেম্বর ২০২৫ ইং এ বছরের শেষ চন্দ্রগ্রহন

আগামী ৭ ই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ সংঘটিত হবে বাংলাদেশের আকাশে। এটি এই বছরের শেষ চন্দ্রগ্রহন।
আসুন দেখে নেই এই গ্রহনটি বাংলাদেশের কোন কোন অঞ্চল থেকে দেখা যাবে।

আগামী ৭ ই সেপ্টেম্বর ২০২৫ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সংঘটিত হবে, মানে এদিন পৃথিবীর ছায়ায় পূর্ণিমার চাঁদ ঢেকে অন্ধকার হয়ে যাবে।
বাংলাদেশ সময় ৭ ই সেপ্টেম্বর দিবাগত রাত ৯ টা ১৮ মিনিটে এই গ্রহনটি শুরু হবে, গ্রহনের সর্বোচ্চ মাত্রা থাকবে গভীর রাত ১২ টা ১১ মিনিটে, গ্রহনটি শেষ হবে গভীর রাত ২ টা ৫৫ মিনিটে।
গ্রহনটি বাংলাদেশের সকল স্থান থেকে একই সাথে দেখা যাবে।
সকল জেলা থেকে একই সাথে দেখা যাবে গ্রহনটি, আলাদা আলাদা কোন টাইম নেই।
যেহেতু এদিন রাতে দেশের অধিকাংশ এলাকায় আকাশ পরিস্কার থাকতে পারে, সুতরাং গ্রহনটি দেখতে তেমন সমস্যা হবেনা।
আর এই গ্রহন খালি চোখে দেখা যাবে।

গ্রহন এর জন্য কোন প্রকার সাবধানতা অবলম্বন করা লাগবে না।
সকল প্রকার কুসংস্কার থেকে দুরে থাকবেন।
এবং গ্রহন এর সকল স্তর বাংলাদেশ থেকে দেখা যাবে।l

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন