প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাভারে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার: অভিযোগ প্রত্যাখ্যান মুসা পরিবারের

নিজস্ব প্রতিবেদক :

সাভারের আলোচিত “পাঁচ ভাইয়ের সন্ত্রাসী চক্র” শিরোনামে সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে প্রচারিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন মোশারফ হোসেন মুসা ও তার পরিবার।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সংবাদমাধ্যমে পাঠানো এক লিখিত বিবৃতিতে মুসা পরিবার বলেন, তাদের বিরুদ্ধে যে ধরনের তথ্য প্রচার করা হচ্ছে তা বাস্তবতার সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। স্থানীয় কিছু মহল রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে তাদের নাম জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তারা।
বিবৃতিতে আরও বলা হয়, মুসা পরিবার দীর্ঘদিন ধরে ব্যবসা-বাণিজ্যসহ সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। অথচ একটি কুচক্রী মহল সুনাম ক্ষুণ্ণ করতে এবং বিভ্রান্তি ছড়াতে মিথ্যা প্রচারণার আশ্রয় নিয়েছে। এ ধরনের অপপ্রচার তাদের সামাজিক মর্যাদা নষ্ট করার ষড়যন্ত্র মাত্র।
এ সময় মুসা পরিবার গণমাধ্যম ও সাধারণ মানুষকে যাচাই-বাছাই ছাড়া কোনো অপপ্রচারমূলক সংবাদে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেন তারা।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন