প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রিয়াদে সৌদি আরব পূর্বাঞ্চল যুব দলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি।

!বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী যুবদল সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটির উদ্দেগ্যে রিয়াদের হোটেল ডি প্যালেসে উদযাপিত হয়েছে।

মো: আলী আজগরের সঞ্চালনায় যুবদল সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শওকত সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম গাজী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হারুনুর রশীদ, যুব নেতা রহিমুল্লাহ মজুমদার , সুমন চৌধুরী সহ বিভিন্ন প্রাদেশিক শহরের বিএনপি ও যুব দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দেয়ার আহবান করেন এবং শেষে শহীদ জিয়াউর রহমানআত্মার মাগফেরাত কামনায় ও বেগম জিয়ার সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।বিপুলসংখ্যক প্রবাসী যুবদল ওবিএনপি’র নেতাকর্মী সভায় অংশগ্রহণ করেন

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন