প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

পাবনার বেড়ায় পাবনা ১ (সাঁথিয়া – বেড়া) নির্বাচনী আসন পুনর্বহালের দাবিতে মানববন্ধন

এস এম আলমগীর চাঁদ, বিশেষ প্রতিনিধি : পাবনার বেড়ায় ৬৮ পাবনা ১ (সাঁথিয়া- বেড়া)আসন কে ভেঙে দ্বিখন্ডিত করে নির্বাচন কমিশনের( ইসি) কর্তৃক প্রকাশ করা তালিকা বাতিল এবং পুনর্বহালের দাবিতে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৫ ই সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে উপজেলার পেঁচাকোলা চারমাথা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পাবনা ১ নির্বাচনী এলাকা পুনরুদ্ধার বাস্তব কমিটির ব্যানারে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন। এতে পাবনা ১( সাঁথিয়া – বেড়া) নির্বাচনী এলাকার বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় তারা আওয়াজ তুলেন নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মানি না মানবো না, আসন পুনর্গঠন এর সিদ্ধান্ত বাতিল কর করতে হবে, সাবেক পাবনা ১ নির্বাচনের এলাকা ফিরিয়ে দাও দিতে হবে। মানববন্ধনে অংশগ্রহণকারী বিএনপি নেতাকর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেন পাবনা ১ (সাঁথিয়া – বেড়া)এলাকা নিয়ে সাবেক পাবনা ১ আসন কি ফিরিয়ে দাও দিতে হবে। নির্বাচন কমিশনের এই খসড়া বাতিল করতে হবে। যদি আসন ফিরিয়ে দেওয়া না হয় তাহলে যথাযথ আন্দোলনের মাধ্যমে আসন ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করা হবে। স্বাধীনতার পর থেকে পাবনা ১ (সাথিয়া- বেড়া )আসনটি সাঁথিয়া উপজেলা এবং বেড়ার আংশিক এলাকা নিয়ে গঠিত ছিল। কিন্তু সম্প্রতি নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত খসরায় সাঁথিয়া কেআলাদা করে পাবনা ১ এবং বেড়া উপজেলাকে সুজানগরের সাথে সম্পৃক্ত করে পাবনা ২ আসনের সীমানা নির্ধারণ করা হয়। এতে সাধারণ জনগণ এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের ভিতর ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। তাই তারা আসন টি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন