প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

গাবতলীর কদমতলী বয়ারমারি ব্রিজে ব্যাটারি চালিত অটোর ধাক্কায় আহত সাংবাদিক রিয়াজ মাহমুদ

আহসান হাবিব শিবলু, বগুড়া:  বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের কদমতলী বয়ারমারি ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণহীন ব্যাটারি চালিত অটোর ধাক্কায় আহত হয়েছেন চ্যানেল এস ও দৈনিক কালবেলা’র গাবতলী উপজেলা প্রতিনিধি সাংবাদিক রিয়াজ মাহমুদ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল প্রায় ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রিয়াজ মাহমুদ নিউজ কভার করার উদ্দেশ্যে মোটরবাইকে করে কদমতলী বয়ারমারি ব্রিজের দিকে যাচ্ছিলেন। এ সময় একজন অদক্ষ চালকের নিয়ন্ত্রণহীন ব্যাটারি চালিত অটো সরাসরি তার মোটরবাইকের সাথে ধাক্কা মারে। এতে তিনি গুরুতরভাবে আহত হন এবং তার মোটরবাইকটিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসা শেষে বর্তমানে তিনি বাড়িতে অবস্থান করছেন।

আহত সাংবাদিক রিয়াজ মাহমুদ বলেন,আমি নিয়ম মেনে বাইক চালাচ্ছিলাম। হঠাৎ একটি নিয়ন্ত্রণহীন ব্যাটারি চালিত অটো ভ্যান মুখোমুখি এসে ধাক্কা মারে। ভাগ্য ভালো বেঁচে গেছি, তবে শারীরিকভাবে বেশ আঘাত পেয়েছি।

স্থানীয় বাসিন্দা একজন বলেন,দেশে যে ব্যাটারি চালিত অটোর সংখ্যা দিন দিন বাড়ছে। অদক্ষ চালকের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। প্রশাসনের উচিত দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া। আরেকজন স্থানীয় বলেন,আমরা রিয়াজ ভাইকে রাস্তায় আহত অবস্থায় পাই এবং দ্রুত হাসপাতালে নিয়ে যাই। এভাবে দুর্ঘটনা চলতে থাকলে সাধারণ মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়বে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন