প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

নিখোঁজের ৩০ ঘন্টা পর ও মিলেনি শিশু মমতার খোঁজ

মোঃ আনোয়ার হোসেন (লিটন),নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ ১১ বছর বয়সী মমতা দুইদিন ধরে নিখোঁজ থানায় অভিযোগ করেও মেলেনি কোন সন্ধান। গেল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে স্কুলে যাবে বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি এই শিশুটি।
নিখোঁজ মমতা নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার পড়ইল ইউনিয়নের তল্লা গ্রামের মিনহাজুল ইসলামের মেয়ে। শিশুটির বাবা মিনহাজুল, বলেন একদিন আগে স্কুলে জুতা ছেড়ে আসে। পরের দিন সে জুতা নিতে যাই স্কুলে। পাশেই ফুফুর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে। এরপর বাড়িতে আসবে বলে বের হয়, তার পর থেকেই নিখোঁজ।
মেয়েকে হারিয়ে পরিবারে এখন নেমে এসেছে শুধু ধোঁয়াশা। পঞ্চম শ্রেণী পড়ুয়া মমতাকে ফিরে পেতে দিশেহারা পরিবার, অকরুদ্ধ স্বজনরাও। খুঁজ পেতে সাধারণ ডায়েরি করা হয়েছে থানায় কোন কিন্তু খোঁজই নেই মেয়েটির। সন্দেহ জনক জায়গায় আশপাশের পুকুর ডুবায় কয়েক দফা চালানো হয়েছে তল্লাশি। এ ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।

এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিবুর রহমান বলেন, গোয়েন্দা তথ্য বাড়িয়ে শিশুটিকে উদ্ধারে কার্যক্রম চালিয়ে যাচ্ছে পুলিশ।
#শুক্রবার (5সেপ্টেম্বর)২০২৫.ইং

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন