
আনোয়ার হোসেন,স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল মির্জাপুর কহেলা প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টে সিজন চার এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর ২০২৫ ইং শুক্রবার বিকেল ৩ ঘটিকায় কহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আদ্রিয়ান ইউনাইটেড বনাম রাজীব ব্রাদার্স এই দুই দলের মধ্যে ফুটবল খেলা শুরু হয় । খেলার আয়োজনে ছিল কহেলা মুসলিম সমিতি আর সার্বিক সহযোগিতায় কহেলা গ্রামবাসী । ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ইঞ্জিনিয়ার মৃধা নজরুল ইসলাম, সাবেক সভাপতি কহেলা মুসলিম সমিতি । উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুর রাজ্জাক খান রানা সিইও খান অ্যাসোসিয়েট, ও প্রতিষ্ঠাতা গুলশান কমার্স কলেজ । সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আলি আহমেদ খান হাসান (অবসরপ্রাপ্ত ,)সভাপতি কহেলা মুসলিম সমিতি। খেলাই নির্ধারিত সময়ে অনেক সুন্দর খেলে দুটি দলই এক গোল করে ড্র করে । ফুটবল খেলা মানে গোল ।পরে ট্রাইবেকার মাধ্যমে নাটকীয়তায় রাজিব বাদার্স কে পরাজিত করে আদ্রিয়ান ইউনাইটেড দল জয় লাভ করে । খেলায় নির্ধারিত অতিথি বৃন্দ ছাড়াও দূর দুরান্ত থেকে ফুটবল প্রেমিক দর্শক খেলায় উপস্থিত ছিল চোখে পড়ার মতো । এত সুন্দর আয়োজন করার জন্য খেলার উদ্বোধক আব্দুর রাজ্জাক খান রানা সহ সকল অতিথিবৃন্দ আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান । পরে বিজয় দলের মাঝে চ্যাম্পিয়ন বিজয়ী ট্রফি বিতরণ করা হয় ।