সোমবার (১৬ অক্টোবর) বিকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নে (আইআরআইডিপি-৩) প্রকল্পের আওতায় ও স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি’র) বাস্তবায়নে মোস্তফাপুর পঁওতাপুকুর ভায়া নয়াপাড়া এম এ মানিক স্কুলের রাস্তা ও নিয়ামুতপুর রাস্তা দুইটি উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ময়দানহাট্টা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে ও শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুলের পরিচালক মোঃ শাহিনুর রহমান’র সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৩৭ বগুড়া ২ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা ও বগুড়া জেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ্।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, ফিরোজ আহমেদ রিজু, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, ময়দানহাট্টা ইউপি চেয়ারম্যান আবু জাফর মন্ডল, ১২নং রায়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম (শফি) বগুড়া জেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক হুসাইন শরিফ সঞ্চয়, জাতীয় পার্টির শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি এরফান আলী, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান মোত্তালিব মোল্লা, ১২নং রায়নগর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোশাররফ হোসেন, ইউপি সদস্য নয়ন মন্ডল, মহাস্থান উচ্চ বিদ্যালয়ের সাবেক ফিজিক্যাল মাস্টার ও ইউনিয়ন জাতীয় পার্টির সহ সভাপতি আবুল হোসেন খোকা,শেখ ফজলুল বারী,মোহসিন আলী,দেলোয়ার হোসেন, আল-আমিন,রুনু, সুমন প্রমুখ।