প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ রুবেল হোসেন (সাভার) ঢাকা:

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) বিশেষ অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সাভার মডেল থানাধীন আলমনগর হাউজিং এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন— মোঃ সোহেল (৪৩), পিতা-মৃত মোজাম্মেল হক ও মাতা মোসাঃ আলেয়া বেগম, সাং-বলিয়ারপুর, থানা-সাভার, জেলা-ঢাকা।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম) এর নির্দেশে এ অভিযান পরিচালনা করেন ডিবি (উত্তর) অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন। এসময় এসআই (নিঃ) মোঃ আঃ সালাম সংগীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পর্যালোচনায় জানা যায়, সাভার থানায় তার বিরুদ্ধে পূর্বের পাঁচটি মামলা রয়েছে, যার মধ্যে কয়েকটিতে চার্জশিটভুক্ত আসামি হিসেবে অভিযুক্ত এবং একটি মামলায় অব্যাহতি পেয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন