প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

আশুলিয়ায় ২৫ কেজি গাঁজাসহ নারীসহ তিন মাদক কারবারি আটক

মোঃ রুবেল হোসেন (সাভার) ঢাকা :

সাভারের আশুলিয়ায় চেকপোস্ট চলাকালীন সময়ে একটি সন্দেহভাজন মাইক্রোবাস তল্লাশি করে ২৫ কেজি গাঁজা ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় এক নারীসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোর রাতে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের ঘোষবাগ এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার উত্তর বড়াইল এলাকার মৃত কেরামত আলীর মেয়ে নাজমা আক্তার (৩৫), একই থানার আমু চিমটি বিলখাস এলাকার আয়েশ আলীর ছেলে রাজন মিয়া (২০) এবং দোলনা এলাকার মুসলিম মিয়ার ছেলে ইমাম হোসেন (৩০)। এদের মধ্যে নাজমা আক্তার আশুলিয়ায় বসবাস করতেন।
যৌথ বাহিনী জানায়, রাজন ও ইমাম নিয়মিত সিলেট থেকে গাঁজা এনে আশুলিয়ার নাজমা আক্তারের কাছে সরবরাহ করত। পরে নাজমা ওই মাদকদ্রব্য জামগড়া ও আশপাশের এলাকায় নিজে ও অন্যান্য খুচরা বিক্রেতাদের মাধ্যমে বিক্রি করতেন।
উদ্ধারকৃত গাঁজা ও অস্ত্রসহ আটক তিনজনকে আইনানুগ ব্যবস্থার জন্য আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, “যৌথ বাহিনী ২৫ কেজি গাঁজাসহ তিনজনকে থানায় হস্তান্তর করেছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।”

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন