
মোঃ বেলাল হোসেন
রামগড় উপজেলা প্রতিনিধি
খাগড়াছড়ির রামগড়ে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে রাকিবুল ইসলাম নামে ভুয়া চক্ষু চিকিৎসকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
অদ্য ০৪ সেপ্টেম্বর ২০২৫ইং (বৃহস্পতিবার) সকাল ১১:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে রামগড় বাজারের আমজাদ মেডিকেল হল নামক প্রতিষ্ঠানে একজন ভূয়া ডাক্তার রোগীদের চক্ষু চিকিৎসা দিচ্ছেন মর্মে অভিযোগ পাওয়া যায়। উক্ত অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। সেখানে রাকিবুল ইসলাম নামে একজন ব্যক্তি যথাযথ মেডিকেল ডিগ্রি এবং বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল কর্তৃক নিবন্ধন ব্যতীত রোগীদের চক্ষু চিকিৎসা প্রদানত অবস্থায় পাওয়া যায়। তিনি দীর্ঘদিন ধরে এভাবে যথাযথ মেডিকেল ডিগ্রি ও বিএমডিসি’র নিবন্ধন ব্যতীত রোগীদের চক্ষু সংক্রান্ত বিষয়ে চিকিৎসা দিচ্ছিলেন মর্মে স্বীকার করেন। তার এহেন কাজ বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ অনুযায়ী আইনত দণ্ডনীয় অপরাধ। উক্ত ব্যক্তিকে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ২২ ধারা অনুযায়ী ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম জানান
জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।