প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গঙ্গাচড়ায় বিএনপি’র ৪৭ তম প্রতিষ্টাবার্ষীকী পালন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭ তম প্রতিষ্টাবার্ষীকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার গঙ্গাচড়া উপজেলা বিএনপির উদ্যোগে ডাকবাংলো মাঠ থেকে বিকালে একটি বিরাট মিছিল বের করে। মিছিল গঙ্গাচড়ার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, জেলা বিএনপির সদস্য ওয়াহেদুজ্জামান মাবু, আখেরুজ্জামান মিলন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম চান, যুগ্ন সাধারণ সম্পাদক বেলাল প্রামানিক, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, মিজানুর রহমান লুলু, কেন্দ্রীয় জাতীয়তাবাদী প্রচার দলের সহ-সভাপতি রুহুল ইসলাম, রংপুর জেলা ছাত্র দলের আহ্বায়ক শরিফ নেওয়াজ জোহাসহ, বিএনপির সকল ইউনিয়ন কমিটির নেতাকর্মী, যুবদল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক মিছিলে অংশগ্রহণ করে।মিছিল শেষে তাহানী সুপার মার্কেটের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন