
মোঃ সালাউদ্দিন:- নারী পাচারের মতো ভয়ংকর সামাজিক সমস্যাকে উপজীব্য করে নির্মিত হয়েছে ইংরেজি ভাষার সিনেমা ‘ডট’। বড়ুয়া সুনন্দা কাঁকনের পরিচালনায় সিনেমাটি আগামী ৫ সেপ্টেম্বর বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে। বাংলাদেশে তৈরি সিনেমা সাধারণত বাংলা ভাষাতেই নির্মিত হয়। তবে ব্যতিক্রম করেছে ‘ডট’। পুরো সিনেমাটিই নির্মিত হয়েছে ইংরেজিতে। প্রযোজক বড়ুয়া মনোজিত ধীমন বলেন, ‘আমরা চাই আমাদের সংস্কৃতি, আমাদের গল্প আন্তর্জাতিকভাবে দর্শকের কাছে পৌঁছে যাক। শুধু স্থানীয় প্রেক্ষাগৃহে নয়, বরং পৃথিবীর নানা প্রান্তের দর্শক যেন সহজেই গল্পটি বুঝতে পারেন এবং সংযুক্ত হতে পারেন। সেই কারণেই আমরা ইংরেজি ভাষায় সিনেমাটি তৈরি করেছি। কোনো বাংলা ভার্সন থাকবে না।’ সিনেমার গল্প ও চিত্রনাট্য ইমন বড়ুয়া। তাঁর ভাষায়, ‘এটি একটি থিওরিটিক্যাল সিনেমা। নদীর পার ঘেঁষে থাকা একটি গ্রামের মানুষদের জীবনচরিত্র, তাদের সরলতা আর অজ্ঞতার সুযোগ নিয়ে নারী পাচারকারীরা কীভাবে তাদের ফাঁদে ফেলে, তারই গল্প বলা হয়েছে এখানে। পাচারের এই কুৎসিত ব্যবসা কেবল একজন মানুষের জীবনই নয়, পুরো একটি পরিবার এবং সমাজের জন্য ধ্বংস ডেকে আনে। সেটাই আমরা সিনেমায় দেখিয়েছি।’ পরিচালক কাঁকন বলেন, সিনেমার আসল শক্তি এর গল্প। নারী পাচার কেবল কোনো দেশের সমস্যা নয়, এটি বৈশ্বিক সংকট। আমাদের ছোট্ট গ্রামীণ গল্পের মধ্য দিয়েই আমরা দেখিয়েছি, কতটা ভয়ংকরভাবে এই সমস্যা মানুষকে গ্রাস করে। সিনেমাটি গল্পনির্ভর, তাই দর্শক সহজেই এর সঙ্গে আবেগে জড়িয়ে যাবেন বলে আমার বিশ্বাস।’ ‘ডট’ সিনেমায় অভিনয় করেছেন বড়ুয়া মনোজিত ধীমন, পরী, রাজিবুল ইসলাম, সোনিয়া পারভীন শাপলা, মামুন, মোস্তাফিজুর রহমান, কথা চৌধুরী, কামরুল ইসলাম, মাসুদ চৌধুরী, তারিকুল ইসলাম তারেক, আব্দুল বারীক মুকুল, সেন্ডি কুমার, মিষ্টি মনি, মোঃ সালাউদ্দিন প্রমুখ। পুরো সিনেমার শুটিং হয়েছে কুমিল্লার তিতাস উপজেলায়। নদী, গ্রামীণ প্রান্তর ও প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যের সঙ্গে কাহিনি মিশে গিয়ে সিনেমাকে দিয়েছে এক ভিন্নমাত্রা। সিনেমার দৈর্ঘ্য ২ ঘণ্টা ৮ মিনিট। তরী মিডিয়া লিমিটেডের ব্যানারে নির্মিত হয়েছে ছবিটি। বাংলাদেশে ইংরেজি ভাষার সিনেমা খুব বেশি তৈরি হয়নি। তাই ‘ডট’ নিয়ে দর্শকের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। সামাজিক ইস্যুভিত্তিক এ ধরনের গল্প আন্তর্জাতিকভাবে কেমন সাড়া ফেলবে, সেটিই এখন দেখার বিষয়।