
মোঃ রুবেল হোসেন (সাভার) ঢাকা : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভার থানা, সাভার পৌরসভা ও আশুলিয়া থানা বিএনপির যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সাভার পৌরসভা ঈদগাহ মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাভার পৌরসভা বিএনপির সভাপতি খন্দকার শাহ মঈনুল হোসেন বিল্টু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন সরকার। বিশেষ অতিথি ছিলেন সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কফিল উদ্দিন, ঢাকা জেলা শ্রমিক দলের সভাপতি হাজী দ্বিন ইসলাম, সাভার পৌরসভা বিএনপির সাবেক সভাপতি রেফাত উল্লাহ, সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দীন সাইফুল, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া, ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাসেদুল আহসান রাশেদ, আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি বাসেদ দেওয়ানসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থী যাকে দল মনোনয়ন দেবে, তার পক্ষেই ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। দলকে সুসংগঠিত রাখতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাই।” অনুষ্ঠানে সাভার ও আশুলিয়ার বিভিন্ন ইউনিট থেকে বিপুলসংখ্যক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।