প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

হাতীবান্ধায় বাসচাপায় স্কুলছাত্রের মৃত্যু

 মোঃ ইব্রাহিম সরকার, লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে বাসচাপায় ইসমাম ইসলাম (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দিঘীরহাট এলাকার ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাম হাতীবান্ধা সহর উদ্দিন সরকার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তার বাবা নুর ইসলাম সৌদি আরব প্রবাসী ও সরসাগুদাম সিঙ্গিমারী এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল ছুটির পর খেলাধুলা শেষে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা-গামী ‘ফাহমিতা’ পরিবহনের একটি বাস ইসমামকে চাপা দেয়। এতে ঘটনার স্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। হাতীবান্ধা থানা পুলিশের এসআই সঞ্জয় জানান, দুর্ঘটনার পরপরই বাসটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন