
চয়ন কুমার রায় ,লালমনিরহাট জেলা প্রতিনিধি: ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এ অদম্য মেধাবী মিথুন রায়-এঁর ভর্তি অনিশ্চিত। সে লালমনিরহাটের ১নং মোগলহাট ইউনিয়নের কুরুল গ্রামের মিলন চন্দ্র ও প্রভাতি রানী-এঁর পুত্র। স্থানীয় একটি উচ্চ বিদ্যালয় হতে ২০২০ সালে এসএসসিতে জিপিএ-৪.৭২ পেয় উর্ত্তীণ হয়। পরে পলিটেকনিক ইনস্টিটিউট হতে ২০২৪ সালে ডিপ্লোমা ৩.৮৭ পেয়ে উর্ত্তীণ হয়। বর্তমানে ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এ বিএসসি ভর্তির পরীক্ষায় উত্তীর্ন হয়। কিন্তু ডুয়েটে ভর্তি হতে আগামী সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫খ্রি. মধ্যে ভর্তি ফি ১০,০০০/- টাকা, বই খাতা, থাকা-খাওয়াসহ অনুষঙ্গিক প্রায় ৫০ হাজার- টাকা প্রয়োজন। ডুয়েটে ভর্তির জন্য মিথুন রায়কে সমাজের বিত্তবানরা আর্থিক সহায়তার জন্য যোগাযোগ করুন মোবাইল- 01939486265