প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

আত্রাইয়ে সহকারী শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

 আত্রাই (ন‌ওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার শলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তুহিন রহমানের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে বেদম মারধরের অভিযোগ উঠেছে। আহত শিক্ষার্থীর নাম এইচ.এম জিম‌। সে পঞ্চম শ্রেণির ছাত্র। গুরুতর আহত শিক্ষার্থী উপজেলার লালুয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে। এইচ.এম জিম মা একই স্কুলের সহকারী শিক্ষিকা। অভিযোগকারী সহকারী শিক্ষক তুহিন রহমান শলিয়া গ্ৰামের মজিবর রহমানের ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, গত (২ সেপ্টেম্বর) দুপুরে সহকারী শিক্ষক ক্লাসে গিয়ে গণিত ক্লাস নিচ্ছিল। এইচ.এম জিম গনিত বিষয়ে ৭৭ নম্বর পাওয়ার এবং সহকারী শিক্ষক তুহিন রহমান কাছে প্রাইভেট না পড়ার কারণে তাকে বেদম মারধর করে। একপর্যায়ে শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এসে চিকিৎসা দেওয়া হয়। এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস বরাবর ওই দিনেই একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগকারী সহকারী শিক্ষক তুহিন রহমানের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি কোন কিছুই করিনি। আমি আপনার সাথে ফোনে কোন কথা বলতে পারব না। শলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভা.) প্রধান শিক্ষিকা ফিরোজা খানম জানান, ঘটনাটা সত্য আমার স্কুলের সহকারী শিক্ষক তুহিন রহমান স্কুলের শিক্ষার্থী এইচ.এম জিমকে বেদম মার মেরেছে। এর আগেও তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। এ বিষয়ে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রবিউল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে আজ স্কুলে তদন্ত করা হয়েছে। তার রিপোর্ট আমাদের জেলা শিক্ষা অফিস বরাবর প্রেরণ করা হবে। এবং তার পরবর্তী পদক্ষেপ জেলা শিক্ষা অফিস গ্রহণ করবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন