
আত্রাই উপজেলা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর আত্রাই উপজেলা বিএনপি এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। আত্রাই উপজেলা বিএনপি এবং এর সহযোগী সংগঠনের উদ্যোগে মোল্লা আজাদ সরকারি কলেজ মাঠ থেকে বুধবার ৩ সেপ্টেম্বর সকাল সাড়ে এগারোটায় একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এরপর দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এস এম রেজাউল ইসলাম রেজু। অনুষ্ঠানে প্রধান অতিথি এস এম রেজাউল ইসলাম রেজু বলেন, আগামী ফেব্রুয়ারী মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে রাজনৈতিক দল ও সরকারের মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে। তবে কিছু ফ্যাসিবাদী দালাল নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে। তিনি নেতাকর্মীদের যেকোনও ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানান। তিনি আরও বলেন, দেশের গণতান্ত্রিক সংকট নিরসনে নির্বাচনের কোনো বিকল্প নেই। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “দলের নাম ভাঙিয়ে যারা দখলবাজি ও চাঁদাবাজি করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।” তিনি জানান, দল থেকে অনেক প্রভাবশালী নেতাকে বহিষ্কার করা হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন যে, দলের কেউ যদি “গডফাদার” সংস্কৃতি চালু করতে চায়, তবে তাদের চিহ্নিত করে দলীয় ও আইনি প্রক্রিয়ায় আনতে হবে। জনগণের সঙ্গে নিয়ে এ ধরনের দুর্বৃত্তায়ন মোকাবিলা করা হবে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন। এছাড়া, আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর ও কামরুল হাসান সাগর, সহ-সভাপতি এস এম ফারুক বকত, সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান প্রামানিক, জাতীয়তাবাদী যুবদলের জ্যেষ্ঠ আহ্বায়ক খোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম লিটন, পারভেজ ইকবাল, শ্রমিক দলের সাধারণ সম্পাদক কামাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদ আলী প্রামানিক। উপজেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল এবং আটটি ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সামসুজ্জামান সেন্টু আত্রাই উপজেলা প্রতিনিধি