প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

সাভারের আশুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ রুবেল হোসেন সাভার ঢাকা :

সাভারে আশুলিয়ায় বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি-উত্তর) পুলিশ।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আশুলিয়ার নিরিবিলি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন— মোঃ আল বেরুনী আন (২৮)। তিনি রাজশাহীর চারঘাট উপজেলার জাফরপুর (মধ্যপাড়া) গ্রামের মৃত আসলাম সরকার ও ঝর্ণা সুলতানার ছেলে। বর্তমানে তিনি আশুলিয়ার নিরিবিলি এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম)-এর নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব ও তার টিম এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন