প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

উপজেলা প্রতিনিধি, সাঘাটা (গাইবান্ধা): বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধার সাঘাটা উপজেলা বিএনপির আয়োজনে বিশাল শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ আলীর সভাপতিত্বে এতে বক্তব্য দেন, সাবেক নমিনী আলহাজ্ব ফারুক আলম সরকার, সিনিয়র যুগ্ন আহবায়ক মঈন প্রধান লাবু, জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট নাজেমুল ইসলাম নয়ন, অধ্যক্ষ আরশাদুল কবির রাঙ্গা, বীর মুক্তিযোদ্ধা মতলুবর রহমান রেজা, আলাউদ্দিন মন্ডল, জিল্লুর রহমান, মোস্তাক আহমেদ মিলন, আবু হেনা মোস্তোফা কামাল মিঠু, মুনমুন রহমান, জসিউল করিম পলাশ, মৌসুমি আকতার মিষ্টি প্রমুখ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন