প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাভারে খাল দখলমুক্ত ও পুনরুদ্ধারে উপজেলা প্রশাসনের উদ্যোগ

মোঃ রুবেল হোসেন (সাভার)ঢাকা:

সাভার পৌরসভার কর্ণপাড়া খালসহ উপজেলার বিভিন্ন খাল দখলমুক্ত ও পুনরুদ্ধারে কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। এ উদ্যোগের অংশ হিসেবে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উলাইল কর্ণপাড়া খাল এলাকা পরিদর্শন করেন সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুবকর সরকার।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সাভার সার্কেলের সহকারী কমিশনার (ভূমি), আশুলিয়া সার্কেলের সরকারি কমিশনার (ভূমি), উপজেলা প্রকৌশলী দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।
এ সময় ইউএনও আবুবকর সরকার বলেন, “খাল আমাদের জীববৈচিত্র্য, পরিবেশ এবং স্থানীয় জনগোষ্ঠীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবৈধ দখল ও দূষণের কারণে এসব খাল তাদের স্বাভাবিক প্রবাহ হারাচ্ছে। প্রশাসন সবার সহযোগিতায় দখলমুক্ত করে খালকে কার্যকর অবস্থায় ফিরিয়ে আনতে কাজ করবে। আমরা চাই খাল আবারও তার প্রাকৃতিক সৌন্দর্যে ভরে উঠুক এবং সাধারণ মানুষের উপকারে আসুক।”
তিনি আরও বলেন, “খাল দখলমুক্ত হলে শুধু পানি নিষ্কাশন ব্যবস্থাই উন্নত হবে না, বরং আশপাশের পরিবেশ, কৃষি, মাছ চাষ ও জীববৈচিত্র্যও টিকে থাকবে। আমরা চাই খাল ঘিরে একটি স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ গড়ে উঠুক।”
স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকারের এ পদক্ষেপের ফলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন