প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গাইবান্ধা সুন্দরগঞ্জে ১৪৪ ধারা জারি

মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা  প্রতিনিধি: আগামীকাল সুন্দরগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় পৌর এলাকায় আইন-শৃঙ্খলার মারাত্মক অবনতির শঙ্কায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আগামীকাল সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুন্দরগঞ্জ পৌরসভার সব ধরনের সভা-সমাবেশ, মিছিল-মিটিং, শোভাযাত্রা এবং চার বা ততোধিক ব্যক্তির জমায়েত নিষিদ্ধ থাকবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি’র বার্ষিকী উপলক্ষে দুটি গ্রুপ আলাদা কর্মসূচি ঘোষণা করায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সম্ভাব্য সংঘাত এড়াতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন