
মোঃ রুবেল হোসেন (সাভার) ঢাকা : সাভারের আশুলিয়ায় পাঁচ বছরের শিশু জোনায়েদকে অপহরণের পর হত্যার ঘটনায় ভুক্তভোগী পরিবারের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানাকে ক্লোজড করা হয়েছে। রবিবার (৩১ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান। এর আগে বিকেলে তাকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, নিখোঁজ ডায়েরির তদন্তের নামে এসআই মাসুদ টাকা দাবি ও আদায় করেন। টাকা নেয়ার পরও কোনো তদন্ত করেননি তিনি। উল্টো পরিবার যোগাযোগ করলে বিরক্ত হয়ে বলেন, “এই থানায় আরও ২০/২৫ জন নিখোঁজ রয়েছে, কেউ এতটা বিরক্ত করে না।” পুলিশি সেবা না পেয়ে অসহায় পরিবার র্যাবের শরণাপন্ন হয়। নিখোঁজের ১৩ দিন পর র্যাব-৪ শিশু জোনায়েদের হাড়গোড় উদ্ধার করে এবং হত্যার দায়ে মোরসালীনকে গ্রেপ্তার করে। ঘটনার পর দায়িত্বে গাফিলতি ও টাকা আদায়ের বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই এসআই মাসুদকে ক্লোজড করা হয়। ওসি আব্দুল হান্নান জানান, এসআই মাসুদ ডেঙ্গু আক্রান্ত হয়ে ছুটিতে ছিলেন। সেই ছুটি চলাকালেই তাকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।