প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় পরিষদ এবং জেলা কমিটির কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ

 নিজস্ব প্রতিনিধি: কক্সবাজার জাতীয় সাংবাদিক সংস্থা উখিয়া উপজেলা কমিটির সভাপতি হিসেবে আমাকে মনোনীত করায় আমি মনে করি আমার জীবনে এক পরম প্রাপ্তি। অবহেলিত, লাঞ্চিত, নির্যাতিত শুদ্ধ ধারার সাংবাদিকদের পাশে দাঁড়াতে সহযোগিতার পথসোপান সৃষ্টি করে দেওয়ায় আমি অনেক বেশি অভিভূত। যে সমাজে নারীরা বিপদসীমার বাইরে নয় সেই পর্যায়ে একটা দল, একগুচ্ছ সহযোদ্ধাদের সহিত সমাজের,দেশের সার্বিক পরিস্থিতি নির্ভয়ে, নির্লোভে এগিয়ে যাওয়ার পথ সৃষ্টি হলো তাও আমার জন্য অনন্য প্রাপ্তি। এলাকার মানুষের পাশে দাঁড়াতে নিপীড়িত সাংবাদিকদের পাশে দাঁড়ানোর সুযোগ পেলাম।আমাকে সম্মানিত ব্যক্তির আসনে আসনিন করে “জাতীয় সাংবাদিক সংস্থায় যে পদবি দ্বারা সম্মানিত করেছেন সেই সম্মানের জায়গার প্রতি শ্রদ্ধা রেখে জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় পরিষদ থেকে শুরু করে ওতোপ্রোতো ভাবে জড়িত সকলের প্রতি এবং জেলা কমিটির সভাপতি, সাধারণত সম্পাদক, সাংগঠনিক সম্পাদক থেকে শুরু করে সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের প্রিয় স্যার কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আলতাফ হোসেন, বর্তমান সভাপতি আছিয়া বেগম, মহাসচিব আলমগীর গণী ও সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি। আপনাদের অগাধ আস্থা, মমতা ও সহযাত্রার শক্তিই আমাকে আজ এই আসনে অধিষ্ঠিত করেছে। আমার জন্য এ দায়িত্ব শুধু একটি পদ নয়, এটি একটি অঙ্গীকার—সত্য ও ন্যায়ের পথে সাংবাদিকতার মর্যাদা রক্ষা করা এবং সংগঠনের সম্মান অটুট রাখা। আমি আপনাদের দোয়া ও অটুট সহযোগিতা কামনা করছি। যেন সততা, নিষ্ঠা ও ভালোবাসা দিয়ে এই মহান দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। আপনাদের প্রত্যাশা পূরণ করাই হবে আমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য উদ্দেশ্য । এই ভাবে আপনাদের ভালোবাসা, আস্থা এবং অনবদ্য বিশ্বাস নিয়ে হবে আমার আগামী পথচলা। পরিশেষে আবারও কক্সবাজার জেলা কমিটির শ্রদ্ধা ভাজন সভাপতি খোরশেদ ভাই, উসমান সরওয়ার ভাই এবং সালাউদ্দিন ভাইকে সহস্র সালাম এবং অনবদ্য কৃতজ্ঞতা জানান দিয়ে দোয়া কামনা করছি সেই সাথে সামনের দিনগুলোতে আমাদের উখিয়া উপজেলা কমিটির প্রতি অভিভাবক হয়ে নজরে রেখে সহযোগিতা কামনা করছি। সংস্থার কেউ এমন কি আমি হলেও কোন ভুল পথে পরিচালিত হলে সঠিক পথে এগিয়ে আনার দূরদৃষ্টি কামনা করছি। আমি একজন নারী হয়ে সাংবাদিকতাকে শ্রদ্ধার সাথে পেশা হিসেবে নিয়েছি।এটা প্রত্যন্ত এলাকার জন্য চ্যালেঞ্জ। কাজেই আমার জন্য দোয়া রাখবেন। পরিশেষে মহান আল্লাহ পাকের নিকট প্রার্থনা করি,যেন জাতীয় সাংবাদিক সংস্থা, কক্সবাজার জেলা কমিটির সম্মান অক্ষুন্ন রেখে সামনের দিকে এগিয়ে যেতে পারি। মহান আল্লাহ পাক যেনো সেই তৌফিক দান করেন,আমীন। কৃতজ্ঞতায়; কামরুন নেছা তানিয়া সভাপতি,জাতীয় সাংবাদিক সংস্থা উখিয়া উপজেলা কমিটি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন