প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

গণধর্ষণের প্রতিবাদে বোনারপাড়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদন:  নারী শিক্ষার্থীকে শিবির নেতা কর্তৃক প্রকাশ্যে গণধর্ষণের হুমকি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্থা এবং শিবিরের নেতাকর্মীদের দ্বারা সারাদেশে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে বোনারপাড়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি পালন করেন তারা। তারা বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচিতে স্লোগান ও বক্তব্য প্রদান করেন

স্লোগান:

  • ধর্ষণমুক্ত সমাজ চাই, নিরাপদে বাঁচতে চাই!

  • ধর্ষকের ফাঁসি চাই, আইনের শাসন চাই!

  • আমার শরীর, আমার অধিকার, ধর্ষণ রুখো বারবার!

  • নারীর সম্মান কেড়ে নিও না, ধর্ষণ একটি জঘন্য অপরাধ!

  • লজ্জা নারীর নয়, লজ্জা ধর্ষকের!

  • ধর্ষণ বন্ধ করো, মানবিক হও!

ছাত্র/ছাত্রীরা বলেন “আজ আমরা এখানে সমবেত হয়েছি ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে। ধর্ষণ শুধু একটি শারীরিক আক্রমণ নয়, এটি একটি নারীর আত্মসম্মান, তার আত্মবিশ্বাস এবং তার জীবনকে চিরতরে ক্ষতবিক্ষত করে দেয়। এটি সমাজের উপর একটি কালো দাগ, যা আমাদের মানবিক মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করে।আমরা আর চুপ করে থাকব না। আমরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি করি। আমরা চাই আইনের কঠোর প্রয়োগ এবং দ্রুত বিচার। এমন একটি সমাজ আমরা চাই যেখানে প্রতিটি নারী ও শিশু নির্ভয়ে, নিরাপদে বাঁচতে পারবে।আসুন, আমরা সবাই মিলে এই ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াই। আমাদের নীরবতা ধর্ষকদের আরও উৎসাহিত করে। আওয়াজ তুলুন, প্রতিবাদ করুন এবং ধর্ষণমুক্ত একটি সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখুন।”

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন