
মোঃ রুবেল হোসেন (সাভার) ঢাকা : ঢাকা জেলার ডিবি (উত্তর) এর বিশেষ অভিযানে সাভারের আশুলিয়া থেকে অর্ধ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার দিয়াখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম) এর নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) সিরাজ উদ দৌলাহ সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃতরা হলেন— ১। আবু সিদ্দিক (৪০), পিতা- সাহাজ উদ্দিন, মাতা- আয়েশা বেগম, সাং- ইয়ারপুর নিশ্চিন্তপুর আমেনা মসজিদের পিছনে, ইউনিয়ন- ইয়ারপুর, থানা- আশুলিয়া, জেলা- ঢাকা। ২। হেলাল উদ্দিন ওরফে হেলু (৪২), পিতা- মমিন উদ্দিন, মাতা- মালেকা বেগম, সাং- ধনাইট উত্তরপাড়া মন্ডল বাড়ি, ইউনিয়ন- ইয়ারপুর, থানা- আশুলিয়া, জেলা- ঢাকা। তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।