প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

রামগড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রামগড় খাগড়াছড়ি প্রতিনিধি:  খাগড়াছড়ি জেলার রামগড়ে খালের পানিতে ডুবে নুরনবী নামের (১০বছর) বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১সেপ্টেম্বর) দুপুরে রামগড় পৌরসভার কালাডেবা সুইচগেট এলাকার পানিতে ডুবে এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী ও পারিবারিক সুত্রে জানাযায় কালাডেবা পরিত্যক্ত সুইচগেট এলাকায়, সোনাইছড়ি খালের পানিতে গোসল করতে গিয়ে ডুবে যায় শিশু নূর নবীর। সোনাইছড়ি সুইচ গেইটের জলপ্রবাহ দেখতে গিয়ে পানিতে নেমে আনন্দ করার সময় অসর্তকতাবশত খালের গভীর অংশে(কুমে) ডুবে যায় সে। পরবর্তীতে স্বজনরা পানিতে খোঁজাখোঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের দল অনেক খোঁজাখুঁজি করে নুরনবীকে উদ্ধার করে রামগড় হাসপাতালে নিয়ে আসে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে।  রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিন জানান, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি সে গোসল করতে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়।   মৃত নূর নবী মধ্যম লামকুপাড়ার মো: লিটনের ছেলে এবং মধ্যম লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন