প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গোবিন্দগঞ্জে প্রেমের ফাঁদে কলেজ ছাত্র অপহরণ, আটক ২

মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা প্রতিনিধি:  গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে এক কলেজ ছাত্রকে অপহরণের ঘটনায় দুইজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।আটকরা হলেন— উপজেলার বুজরুক বোয়ালিয়া প্রধানপাড়ার নয়ন মিয়ার ছেলে শুভ মিয়া ওরফে সেলিম এবং গুমানীগঞ্জ ইউনিয়নের কুড়িপাইকা গ্রামের আজিজার রহমানের ছেলে মামুন আকন্দ।পুলিশ জানায়, সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের রামনগর গ্রামের হাবিজার রহমানের ছেলে কলেজ ছাত্র স্বাধীন প্রধানকে অচেনা নাম্বার থেকে এক মেয়ের মাধ্যমে ফুঁসলিয়ে প্রেমের ফাঁদে ফেলা হয়। ওই অনুযায়ী গত ২৯ আগস্ট সন্ধ্যায় স্বাধীন তার চাচাতো ভাই কে.এম স্বপন আলীকে নিয়ে গোবিন্দগঞ্জ মৎস্য আড়ৎ এলাকায় যায়। এ সময় পূর্ব পরিকল্পিতভাবে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাদের আটকে রেখে মেয়ের সাথে সম্পর্ক রয়েছে বলে অপবাদ দেয় এবং ব্ল্যাকমেইল করার চেষ্টা করে।পরে দুজনকে ঝিলপাড়ার একটি বাড়িতে আটকে রাখা হয়। এক পর্যায়ে ধস্তাধস্তির সময় স্বপন আলী পালিয়ে যেতে সক্ষম হলেও স্বাধীনকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় অপহরণকারীরা। এরপর তারা স্বাধীনকে মুক্তির জন্য এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং বিকাশের মাধ্যমে পাঁচ হাজার টাকা গ্রহণ করে।ঘটনার পর স্বপন আলী জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে, খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার এসআই আনিসুজ্জামান পুলিশ ফোর্সসহ শনিবার বিকেলে শিবগঞ্জ উপজেলার দাঁড়িদহ এলাকা থেকে ভিকটিম স্বাধীনকে উদ্ধার করে।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুভ মিয়া ও মামুন আকন্দকে আটক করা হয়। এছাড়াও একই ঘটনায় শুভ মিয়া, মামুন আকন্দ, আতাউর রহমান, শাকিল মিয়া, আল আমিনসহ অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, আটক দুই আসামিকে রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন