
শংকর ঋষি ,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পৃথক অভিযানে চোলাই মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩০ আগস্ট) রাতে এসব অভিযান পরিচালিত হয়।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই তারেক নাজিরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ২নং হবিবপুর ইউনিয়নের নারকিলা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালানো হয়। এ সময় চোলাই মদ কারবারি সোহেল দাশ (২৫) কে আটক করা হয়। তার কাছ থেকে ৯০ লিটার চোলাই মদ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ হাজার টাকা। সোহেল দাশ শাসখাই গ্রামের মৃত রমেশ দাশের ছেলে।একই রাতে ৩নং বাহাড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামে আরও এক অভিযানে পুলিশ মাদক মামলার আসামি ও স্থানীয়ভাবে পরিচিত মাদক ব্যবসায়ী আলী আজমকে গ্রেফতার করে।স্থানীয় সূত্র জানায়, সোহেল দাশ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এ ঘটনায় শাল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৪)।রবিবার (৩১ আগস্ট) দুপুরে গ্রেফতারকৃত সোহেল দাশ ও আলী আজমকে আদালতে পাঠানো হয়।শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে শাল্লা থানা সর্বদা কঠোর অবস্থানে আছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।