প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নাচোলে মহিলার হাতে আলপনায় সজ্জিত হলো নিজ বাড়ি

মোঃ বাবুল হক ,চাঁপাইনবাবগঞ্জ :  চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার এক হিন্দু মহিলা নিজের পুরো বাড়িকে রঙিন আলপনায় সাজিয়েছে। বাড়ির দেয়াল থেকে উঠোন—সবখানেই ফুটিয়ে তুলেছেন নানা নকশা ও রঙের কারুকাজে যা এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। বাড়িটি আলপনায় সাজিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়ানের টিকইল গ্রামের শ্রি দাসুচন্দ্র বর্মণের স্ত্রী শ্রিমতি দেখন বালা বর্মণ। শ্রিমতি দেখন বালা বর্মণের স্বামী গত মাসে মৃত্যুবরন করায় মানসিক ভাবে ভেঙ্গেে পড়েছেন। এখন তাকে দেখার কেউ নেই,কারন তার কেন ছেলে নাই,শুধু তার তিন মেয়ে, সবার বিয়ে হয়ে গেছে।বর্তমানে তার মেজো মেয়ে তাকে দেখভাল করে।তার স্বামী বাড়িবসত ছাড়া কিছুই রেখে যেতে পারেনি। বৃষ্টির পানি টিনের ছাওনি দিয়ে পানি পড়ায় মাটির দেওয়ালের আলপনাগুলো মুছে যাচ্ছে। সরকারের কাছে তার দাবি বাড়িটি পুর্ননির্মান করে দিলে সে গ্রামীন ঐতিহ্যকে ধরে রাখতে পারবে। স্থানীয়রা জানান, তার স্বামী মারা যাওয়ায় তার পক্ষে খরচ বহন করা কঠিন হয়ে পড়েছে তাই সরকার বা বিত্তবান ব্যক্তিরা কেউ যদি তার পাশে এসে দাড়ায় তাহলে গ্রামীন ঐতিহ্য ও শিল্প সংস্কৃতির কাজগুলো চালিয়ে যেতে পারবে। স্থানীয়রা আরও বলেন, এ দৃশ্য যেন গ্রামীণ ঐতিহ্য ও শিল্প সংস্কৃতির এক অনন্য প্রকাশ। প্রতিদিন এই বাড়িটি দেখতে অসংখ্য মানুষ ভিড় জমাচ্ছে। শিল্পীর হাতে আঁকা আলপনা শুধু সৌন্দর্যই বাড়ায়নি, বরং নাচোল উপজেলাকে বিশ্বের কাছে পরিচিতি করেছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন