প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

কালাইহাটা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আহসান হাবিব শিবলু, বগুড়া প্রতিনিধি: বগুড়ার গাবতলী উপজেলার কালাইহাটা উচ্চ বিদ্যালয়ে ৩১ আগস্ট রবিবার দুপুর ১২টায় বিদ্যালয়ের হলরুমে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি এ.কে.এম তৌরাত হোসেন। প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এম আর হাসান পলাশ। তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায়ই একটি বিদ্যালয় শিক্ষার আলোকিত কেন্দ্র হয়ে উঠতে পারে। শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেম গড়ে তুলতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াদিঘী ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ নাইম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহিন। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বিদ্যালয় শুধু শিক্ষার জায়গা নয়, এটি মানবিক মূল্যবোধ শেখারও স্থান। শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা দিতে অভিভাবক ও শিক্ষকের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এছাড়া উপস্থিত ছিলেন গাবতলী পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন আর রশিদ, উপজেলা যুবদলের অন্যতম সদস্য রতন মন্ডল,পৌর যুবদলের অন্যতম সদস্য সুমন তরফদার,বাগবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মুক্তারুল আলম, গাবতলী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হাসান ডিটল, গাবতলী উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তৌমিরুল ইসলাম তৌকির, গাবতলী উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তা এবং বালিয়াদিঘী ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক নোমান বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রনেতা সিহাব, রিফাত, রাজু, জারিফ, আলিফ ও শামিম প্রমুখ। বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক এ টি এম মাসুম এবং প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম। অভিভাবক সমাবেশে শিক্ষা পরিবেশ উন্নয়ন, ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা ও নৈতিকতার বিকাশ এবং বিদ্যালয়ের সার্বিক অগ্রগতির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন