প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বগুড়ার ধুনুটে মানসিক রোগী কলেজ ছাত্রকে নির্যাতন ও মিথ্যা মামলার অভিযোগ

আহসান হাবিব শিবলু, বগুড়া: বগুড়ার ধুনুট উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ী সরকারপাড়া গ্রামে মানসিক রোগী কলেজ ছাত্র আরিফুল ইসলাম (২২)-কে মারধর, শ্বাসরোধ করে হত্যার চেষ্টা এবং পরে মিথ্যা মামলায় জেল হাজতে পাঠানোর অভিযোগ উঠেছে।

গত ২১ আগস্ট সকালে একই এলাকার আব্দুল কুদ্দুস, রফিকুল ইসলাম, আসিফ, মুরাদ, ফারজানা, রুহুল আমিন ও হাসি খাতুন তাকে গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করে, এলোপাথাড়ি মারধর করে এবং খুঁটির সঙ্গে বেঁধে রাখে। পরে পরিবারের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে।

চাঁদা না পেয়ে হাসি খাতুন বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দেয়। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।

বর্তমানে আরিফুল জেলা কারাগারে বন্দী। পরিবার ও এলাকাবাসীর অভিযোগ—পরিকল্পিতভাবে তাকে ফাঁসানো হয়েছে। তারা ন্যায়বিচারের দাবি জানিয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন