প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

আর সি পি র দাবিতে বারানে ঐতিহাসিক সমাবেশ

ভারতের রাজস্থান রাজ্যের বারানে তে ভারতের জাতীয় কংগ্রেসের ডাকে বিরাট ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত হয়। বর্তমানে ভারতের মরুভূমি অধিশোষিত ১৩টি, জেলার দাবি ছেড়ে গোটা মরু রাজ্যের মধ্যে ই আর সি পি প্রকল্প চালু করার দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশ থেকে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি শ্রী মল্লিকার্জুন খাগরের নেতৃত্ব এবং রাজস্থান রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী অশোক গৌলতজীর উপস্তিতে এই সমাবেশ থেকে ই আর সি পি র দাবি তোলা হয় কেন্দ্রীয় সরকারের কাছে। আজকের এই ঐতিহাসিক সমাবেশে বক্তব্য রাখেন ভারতের জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী সি ভি বেনু গোপাল এবং রাজস্থান রাজ্যের এ আই সি সি র দায়িত্ব পালন কারী নেতা শ্রী সুখবিন্দর রজরায়ীজী। এবং এই সমাবেশে বক্তব্য রাখেন রাজস্থান রাজ্যের পি সি সি সভাপতি শ্রী গোবিন্দ দোসরা এবং রাজস্থান রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী অশোক গৌলতজী। এছাড়াও উপস্তিত ছিলেন রাজস্থান রাজ্যের বিভিন্ন জেলা ও পি সি সি নেতৃত্ব। এই সমাবেশে লক্ষ লক্ষ মানুষ উপস্তিত হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন