প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

দেবীগঞ্জে ভিপি নূরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মোঃ জাহাঙ্গীর আলম পঞ্চগড় জেলা প্রতিনিধি।।

পঞ্চগড় জেলা দেবীগঞ্জ উপজেলায় বাংলাদেশ ছাত্র যুব শ্রমিক ও গণঅধিকার পরিষদের আয়োজনে। গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নূরুল হক নূরের উপর হামলা প্রতিবাদেও জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করে। এসময় উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম
সভাপতি, পঞ্চগড় জেলা যুব অধিকার পরিষদ
আব্দুর রহমান সহ সভাপতি, পঞ্চগড় জেলা শ্রমিক অধিকার পরিষদ, দেবীগঞ্জ উপজেলার,গণঅধিকার পরিষদের, আহবায়ক, আবতাব ভূইয়া, ভারপ্রাপ্ত সদস্য সচিব, ইসরাফিল ইসলাম, যুব অধিকার পরিষদ দেবীগঞ্জ উপজেলার সভাপতি মাছুম ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দেবীগঞ্জ উপজেলার ছাত্র অধিকার পরিষদ এর সভাপতি মাজিদুল ইসলাম ইমু
সহ পঞ্চগড় জেলা ও দেবীগঞ্জ উপজেলার নেতা কর্মিরা।
এসময় উপস্থিত নেতারা বক্তব্য রাখেন হামলায় জড়িত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দাবি করে ও নুরুল হক নূর জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন