প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

তালুকদার ডিজিটাল প্লাজা ফ্রি লাকী কুপন ড্র ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার : তালুকদার ডিজিটাল প্লাজা, ফ্রি লাকী কুপন ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৩০ আগস্ট শনিবার, বিকাল ৫.০০ টায়, টেকেরহাট তালুকদার ডিজিটাল প্লাজার, নূর কফি হাউজে, পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে, অনুষ্ঠানটি শুরু হয়, কোরআন তেলাওয়াতের পর একটি ইসলামিক সংগীত পরিবেশন করা হয়, এরপর ১০১ টি লাকী কুপন তুলে, পুরস্কার দেওয়া হয়, যারা উপস্থিত ছিলেন না, তাদেরকে মোবাইল করে জানিয়ে দেওয়া হয়, প্রথম পুরস্কার, দাড়াদিয়া গ্রামের মেয়ে তাবাসসুম, তাদেরকে প্রথম পুরস্কার একটি ফ্রিজ, তাদের হাতে তুলে দেওয়া হয়,পুরস্কার পেয়ে তারা অনেক খুশি হয়,অনুষ্ঠানের প্রধান অতিথি: হিসেবে উপস্থিত ছিলেন -জনাব নূর হোসেন ঢালী ব্যবস্থাপনা পরিচালক, তালুকদার ডিজিটাল প্লাজা।আরো উপস্থিত ছিলেন তালুকদার ডিজিটাল প্লাজার সকল কর্মকর্তা বৃন্দ, সাংবাদিকবৃন্দ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন