প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

শহীদ সাংবাদিক তুহিন ফাউন্ডেশন এর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাটি মামুন ,রংপুর :  শহীদ সাংবাদিক তুহিন ফাউন্ডেশন এর উদ্যোগে রংপুর জেলা সাংবাদিক ইউনিয়ন (প্রস্তাবিত)  কার্যালয়ে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার(৩০ আগষ্ট) সন্ধ্যা ৭ টায় রংপুর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মীর আনোয়ার আলীর সভাপতিত্বে দৈনিক প্রতিদিনের কাগজের রংপুর ব্যুরো প্রধান বেলায়েত হোসেন বাবুর সার্বিক সহযোগিতায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় রংপুর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মীর আনোয়ার হোসেন মিঠু বলেন,সাংবাদিক তুহিন ছিলেন একজন নির্ভীক ও সত্যনিষ্ঠ সাংবাদিক। তাঁর নির্মম হত্যাকাণ্ড প্রমাণ করে সাংবাদিকরা এখনো নিরাপদ নয়। এই ঘটনার সুষ্ঠু বিচার দ্রুত কার্যকর করতে হবে, অন্যথায় পুনরায় সারাদেশের সাংবাদিক সমাজ আন্দোলনে নামতে বাধ্য হবে। সূচনা বক্তব্যে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার রংপুর বিভাগীয় প্রতিনিধি বেলায়েত হোসেন বাবু বলেন,সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল আসামিকে ফাঁসি কার্যকর করতে হবে। একটি স্বাধীন রাষ্ট্রে সাংবাদিকদের উপর এ ধরনের নির্মম হত্যা মেনে নেওয়া যায় না। আমরা ন্যায়বিচার চাই,বিচারহীনতার সংস্কৃতি চাই না। এ হত্যাকাণ্ড প্রমাণ করেছে,সাংবাদিকদের নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে। তাই আমরা সরকারের কাছে জোর দাবি জানাই এ ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জি এম জয়-বার্তা সম্পাদক দৈনিক দাবানল,জেনিফা ইয়াসমিন লিনা-অগ্রযাত্রা ,রাকিবুল হাসান পরাগ-দৈনিক আমাদের মাতৃভূমি,বাবলুর রহমান বারী-দীপ্ত টিভি,আহসান হাবিব মিলন-দৈনিক দাবানল,সেলিম মাহমুদ-আমাদের মাতৃভূমি,মোঃ সাকিব চৌধুরী-দৈনিক মতপ্রকাশ,মেহবুব পারভেজ সুমন-দৈনিক অগ্রসর,আব্দুল্লাহ আল আমিন-দৈনিক আমাদের প্রতিদিন, গোলাম মোস্তফা-আলোকিত পত্রিকা,আশা মনি-দৈনিক দাবানল,আবু রায়হান-সংবাদ সংযোগ,নুরে আলম রাব্বি-বাংলাদেশ সমাচার,হাবিবুর রহমান হাবিব-দৈনিক চৌকস,তানভীর সোহেল-দৈনিক দাবানল ও খবরের আলো,সাজ্জাদ বিন আলম-নন্দিত টিভি,সানোয়ারুল ইসলাম-ভোরের আওয়াজ। স্থানীয় সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সাধারণ মানুষ। মাহফিলে শহীদ সাংবাদিক তুহিনের রুহের মাগফিরাত, শোকসন্তপ্ত পরিবারের ধৈর্য্য ধারণের ক্ষমতা ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মিরাজুল ইসলাম।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন