প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নাটোরের সিংড়ায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বসত ঘর

মুকুল হোসেন,সিংড়া উপজেলা প্রতিনিধি : নাটোরের সিংড়ায় ৫ নং চামারী ইউনিয়ন এর ৩ নং ওয়ার্ড এর সোনাপুর কৃষ্ণচূড়া গ্রামে সনিবার (৩০ আগষ্ট ২০২৫) সকাল ১০ টার দিকে পুড়ে ছাই হয়ে গেছে একটি বসত ঘর। আগুনের কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকলবাহিনী। তবে দমকলবাহিনী আশার আগেই এলাকাবাসীর উপস্থিতিতে আগুন নিয়ন্ত্রণ আসে, আগুনের সূত্রপাত কোথায় থেকে হয়েছে তা জানা যায়নি। বাড়ির মালিক মোঃ আসাদ আলী (৪৫) তিনি জানিয়েছেন তার তিনটি রুমে আবাদি ফসল রসুন ছিল (৩) বিঘা জমির,প্রায় ৪ লক্ষ টাকার।এছাড়াও ৫ থেকে ৬ লক্ষ ক্যাশ টাকা এবং গহনাও ছিলো,এছাড়াও তার বসত ঘরের আসবার পত্রসহ সকলকিছুর ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন গুরুদাসপুর থানার ফায়ার সার্ভিস টীম, ফায়ার সার্ভিসের মোঃ আতাুর রহমান স্টেশন অফিসার (গুরদাসপুর) ফায়ার সার্ভিস। তবে এই ঘটনায় কেউ আহত হন নাই,তবে এখানে স্থানীয় বাসিন্দারা প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে আগুনের সূত্রপাত গ্যাস সিলিন্ডার অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন