প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

সাঘাটায় নববধূ গণধর্ষনের শিকার, স্বামীসহ ৭জনকে আটক

গাইবান্ধা ( সাঘাটা ) প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটায় ১৮ বছর বয়সী এক নববধূকে গণধর্ষনের অভিযাগ উঠেছে। এঘটনায় স্বামী আসিফ মিয়াসহ ৭ জনকে পুলিশ আটক করেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার ৫নং কচুয়া ইউনিয়নের ওসমানেরপাড়া গ্রামে এঘটনা ঘটে।শুক্রবার দুপুর ২টার দিকে ওই নববধূ গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্য চিকিৎসা তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ফাহাদ আল আসাদ জানান, চিকিৎসা নিতে আসা ওই নববধূর শরীরে ধর্ষন ও নির্যাতনের আলামত পাওয়া গেছে।জানা গেছে সাঘাটা উপজেলার ওসমানের পাড়া গ্রামের আশাদুল ইসলামের ছেলের সাথে গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ভাগগরিব গ্রামের নাজিম উদ্দিনের মেয়ের সাথে গত বুধবার ২ লক্ষ ৩০ হাজার টাকা দেন মোহর ধার্য করে পারিবারিভাবে আনুষ্ঠানিকতার মাধ্যমে বিয়ে হয়। বিয়ের পর স্বামীর বড়ীতে গত বৃহস্পতিবার রাতে এ গণধর্ষনের শিকার হন।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশা আলম জানান, এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আসিফ মিয়াসহ ৭জন আটক করা হয়েছে। তদন্ত চলছে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন